বন্ধুত্ব

শামীম আখতার BOOK REVIEW 2025-11-10

দ্রৌপদী”র ৫ জন স্বামী ছিলো। সে এক সাথে ৫ জনের স্ত্রী। এই ০৫ জনের মধ্যে মাত্র দুজনের মধ্যে তার বন্ধুত্ব ছিল। তার চেয়ে ও বড়ো কথা, দ্রৌপদীর যখন বস্ত্রহরন চলছিল তখন সে স্বামীদের কাছে সাহায্য চায়নি।

সাহায্য চেয়েছিল তার সখার কাছে। সখা সাধ্যমতো চেষ্টা করেছিল তা বাঁচাতে।

বন্ধুত্বের গুরুত্ব বোঝাতে আর কি কিছু বলবার আছে কে ? বন্ধুত্ব বলতে আমি বুঝি, যার কাছে সব গোপন কথা বলা যায়। যার কাছে সুখের কথা, দুঃখের কথা, কে লজ্জার কথা, গোপন কথা শেয়ার করা যায়, সেই তো বন্ধু। সব কথা স্ত্রী বা স্বামীর সাথে শেয়ার করা যায় না, পুত্র বা কন্যার সাথে শেয়ার করা যায় না। অথচ সবই বন্ধুর সাথে শেয়ার কারা যায়। বন্ধুত্ব স্বামী-স্ত্রী সম্পর্কের চেয়েও মহান। বাবা মা ভাই বোন এগুলো রক্তের সম্পর্ক। স্বামী-স্ত্রী সম্পর্কটা বৈধ কাগজ পত্রের সম্পর্ক। প্রেমিক প্রেমিকার সম্পর্কটা হলো বায়োলজিক্যাল সম্পর্ক। শুধু মাত্র বন্ধুত্বই হলো আবেগিক ও নিঃস্বার্থ একটি সম্পর্ক। বিয়ে করলেই যে কেউ আদর্শ স্বামী, পতিপ্রাণা স্ত্রী পেতে পারে। ' কিন্তু আদর্শ স্বামী বা পতিপ্রাণা স্ত্রী বন্ধু হিসাবে ভালো নাও হতে পারে।

বন্ধুত্ব মানে আশ্রয় দেওয়া, এনার্জি দেওয়া। গান গাইতে, অভিনয় করতে যেমন প্রেম লাগে। বন্ধুত্বেও তেমন প্রেম লাগে। বন্ধুত্ব মানে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। বন্ধুর সাথে সব কিছুই শেয়ার করতে হবে। সাপ যেমন খোলস ছাড়ে শীত এলে, তেমনি বন্ধু এলে মনের খোলস ছাড়তে হবে। বন্ধুত্বের জন্য বয়স কোনো বাধা হতে পারে না। বৃদ্ধ রবীন্দ্রনাথের সাথে কি সাত বছরের রানুর গভীর বন্ধুত্ব হয়নি?

বন্ধু তৈরি করা যায় না, বন্ধু ফেসবুকে পাওয়া যায় না। বন্ধু হয়ে যায়। সবাইকে শত্রু ভেবে, অবিশ্বাস করে জেতার চেয়ে; বন্ধু ভেবে হেরে যাওয়া অনেক গুণ বেশী আনন্দের, গর্বের। বন্ধু মানে- তুই না, আমি সরি!

আমরা যে পরিবারে বাস করছি, তা আমাদের নিয়তি। কিন্তু বন্ধুকে তো আমরা নিজেরাই বেছে নিতে পারি। তাই বন্ধুত্বে আরও বেশী যত্নশীল হওয়া উচিত। স্বামী বা স্ত্রী ছাড়াও জীবন সুখের আনন্দের হতে পারে, কিন্তু বন্ধুত্ব ছাড়া? নৈব নেব চ।

(২০২৫ সালে আমার সম্পাদিত একটি স্কুল ম্যাগাজিনে আমার লেখা সম্পাদকীয়)