সাইবার সচেতনতা ও আইসিটি ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক প্রোগ্রাম

শামীম আখতার blogs, Soty 2025-09-24

উপজেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কার্যালয়, অভয়নগর, যশোরের উদ্যোগে আজ ২৪-০৯-২০২৫ ইং খ্রি. তারিখ ভবদহ কলেজে অনুষ্ঠিত হয় "সাইবার সচেতনতা ও আইসিটি ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক প্রোগ্রাম"।

প্রোগ্রামে প্রধান বক্তা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দসহ সর্বস্তরের জনগণ আইসিটির অনেক সুযোগ-সুবিধা ভোগ করছে। কিন্তু দুঃখের বিষয়— বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দসহ প্রত্যেকে আইসিটির অপব্যবহারের ফলে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। সঠিক গাইডলাইনের অভাবে ছাত্র-ছাত্রীরা আইসিটির প্রকৃত সুফল সম্পর্কে জানতে ও ক্যারিয়ার গড়তে পারছে না। এজন্য উপজেলা আইসিটি কার্যালয়, অভয়নগর, যশোর প্রায়ই এ সম্পর্কিত সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ ভবদহ কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ছাত্র-ছাত্রীদের আইসিটির সঠিক ব্যবহার, ক্যারিয়ার গাইডলাইন ও সাইবার সিকিউরিটি সম্পর্কে মৌলিক ধারণা বিষয়ক প্রোগ্রাম এটি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, জনাব আহসান কবির, উপজেলা আইসিটি অফিসার, অভয়নগর, যশোর। প্রধান বক্তা সাইবার সিকিউরিটি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এবং শিক্ষার্থীদের আইসিটির নিরাপদে ব্যবহার নিয়ে বিভিন্ন গাইডলাইন প্রদান করেন।

সহযোগী বক্তা হিসেবে ছিলেন, জনাব মো. শামীম আখতার শিমুল, আইসিটি শিক্ষক, Raz Textile High School ও বিভাগীয় মেন্টর কনভেনর ICT Olympiad Bangladesh. তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ফ্রিল্যান্সিং বিষয়ে গাইডলাইন প্রদান করেন। আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে অংশগ্রহণের জন্য জোর সুপারিশ করেন।

বক্তারা সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কাজে সহযোগিতার জন্য কলেজটির প্রিন্সিপাল জনাব প্রিন্সিপাল ইকবাল হোসেন, প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কলেজের অধ্যক্ষ মহোদয়, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ফ্রিল্যান্সিং মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রোগ্রাম করবার জন্য উপজেলা আইসিটি অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।